• November 22, 2024

খাগড়াছড়িতে মারমাদের সাংগ্রাইং ও জলৎসব 

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে বৈসাবি উৎসবের তৃতীয় দিন মারমা জনগােষ্টির সাংগ্রাই উৎসব । আজ বুধবার খাগড়াছড়ি জেলা শহর ও বিভিন্ন পাড়া এবং গ্রামে পারিবারিক ভাবে মারমা সম্প্রদায়ের অন্যতম উৎসব সাংগ্রাই পালিত হচ্ছে । এ উৎসবের অন্যতম আকর্ষণ ছিল জলকেলি বা পানি খেলা। বাংলা নববর্ষের ১ম দিন মারমারা সাংগ্রাই উৎসব বা বর্ষবরন উৎসব পালন করে থাকে । তাই উৎসবে মেতে উঠেছে মারমা জনগােষ্ঠি। মহামারি করানার কারনে বর্নাঢ্য উৎসবটি সীমিত পরিসরে পারিবারিক সদস্যদের নিয়ে মারমা পরিবারগুলা পানি খেলার আয়াজন করে । এবারও জেলা শহরের নতুনাপড়া ও বিভিন্ন মারমা পাড়ায় স্বল্প পরিসরে জলকেলি বা পানি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। মারমা তরুন তরুনীরা একে অপরকে পানি ছিটিয়ে নিজরা শুদ্ধ করে নেয়। নেচে গেয়ে, কনসার্ট করে উল্লাসে মেতে উঠে তারা। মার্মা জনগােষ্ঠীর বিশ্বাস এই পানি উৎসবের মধ্য দিয়ে অতীতের সকল দু:খ-গ্লানি ও পাপ ধুয়ে-মুছে যাবে। সেই সাথে তরুন-তরুনীরা একে অপরকে পানি ছিটিয় নেয় তাদের নব জীবন সঙ্গীকে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post