• December 24, 2024

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

 মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মহালছড়ি প্রতিনিধি: মহালছড়িতে করোনাকালীন পরিস্থিতি মোকাবেলা করতে হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেছে সেনাবাহিনী। ৫ মে বুধবার সকাল ১০ টায় মহালছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে মহালছড়ি সেনা জোনের ব্যবস্থাপনায় পাহাড়ি ও বাঙ্গালী শতাধিক গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন মোঃ তাহসিন উদ্দিন মাহমুদ, মহালছড়ি সেনাজোনের অধীন ধুমনিঘাট ক্যাম্প কমান্ডার লেঃ মোঃ মোক্তাসিন আহনাফ শাহারিয়ার, সার্জেন্ট মুস্তাফিজ রহমান। খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরনকালে সেনা কর্মকর্তারা বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচী পরিচালনা করে আসছে। দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনী এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post