• December 24, 2024

খাগড়াছড়ির ভুয়াছড়ি বরিশালটিলা আল হেরা জামে মসজিদ ভবন উদ্বোধন

 খাগড়াছড়ির ভুয়াছড়ি বরিশালটিলা আল হেরা জামে মসজিদ ভবন উদ্বোধন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা সদরে অবস্থিত ভুয়াছড়ি’র বরিশালটিলা আল হেরা জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। ৯আগষ্ট সোমবার এলাকার প্রবীণ ব্যাক্তি রুস্তম আলী হাওলাদারের সভাপতিত্বে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মসজিদের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সচিব বশিরুল হক ভূইয়া, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শানে আলম, জেলা পরিষদের সদস্য আশুতোষ চাকমা, সদস্য শুভ মঙ্গল চাকমা, সদস্য মাঈন উদ্দিন, সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, আওয়ামী লীগের নেতা চন্দন কুমার দে, ২নং কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাউপ্রু মারমাসহ জেলা আওয়ামীলীগ’র নেতৃবৃন্দ সহ অন্যান্যরা।

এসময় খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশে উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়িতেও উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। এ এলাকার উন্নয়নে তিনি আন্তরিকতার সাথে কাজ করে যাওয়ার আশ্বাস দেন। খাগড়াছড়ি জেলা পরিষদের অর্থায়নে ৩০লক্ষ টাকা ব্যয়ে ৪তলা ফাউন্ডেশনের বরিশাল টিলা জামে মসজিদটি নির্মাণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post