• May 19, 2024

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে লক্ষাধিক টাকার অবৈধ কাঠ আটক

 লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে লক্ষাধিক টাকার অবৈধ কাঠ আটক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ আটক করা হয়েছে। ২২ আগস্ট রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষীছড়ি সেনা জোনের আওতাধীন মংলাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় শতাধিক ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করা হয়। এসময় অবৈধ কাঠের মালিককে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে কাঠগুলো লক্ষীছড়ি বন বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়।

লক্ষীছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পিএসসি,জি বলেন, তাৎক্ষণিকভাবে অবৈধ কাঠের চোরাচালানের সাথে সম্পৃক্ত কাউকে গ্রেফতার করা না গেলেও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরোও বলেন, পাহাড়ের এই ধরনের অবৈধ কাঠ পাচার বন্ধ করতে এবং অবৈধ কাঠ পাচারকারীদের গ্রেফতারে সেনা অভিযান আরোও জোরদার করা হবে।

লক্ষ্মীছড়ি বন কর্মকর্তা আব্দুল গফুর এ প্রতিনিধিকে বলেন, আটককৃত কাঠের পরিমাণ হবে প্রায় ১০০ ঘনফুট। যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। আটকৃকত কাঠের মধ্যে সেগুন, গামারী ও কড়াইসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post