নিখোঁজের ৬দিন পর মহালছড়ির চেঙ্গীতে মিলল শিশুর লাশ
স্টাফ রিপোর্টার: জেলা সদর উপজেলার গঞ্জপাড়া চেঙ্গী নদীতে নিখোঁজ হওয়ার ৬দিন পর শিশুর মরদহে পাওয়া গেছে।
১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মহালছড়ির ব্রীজপাড়া সংলগ্ন চেঙ্গী নদীতে মরদেহটি পাওয়া যায়।
মহালছড়ি সদর ইউনিয়নের স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় শিশুটির মৃতদেহ দেখতে পেয়ে মহালছড়ি থানায় অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, মৃতদেহটির পরিবারের লোকজন থানায় এসে মৃতদেহ শনাক্ত করেছেন। পরে মৃতদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
উদ্ধার মরদেহের পরিচয় সূত্রে জানা যায়, নিহত মো. রিফাত হোসেন (৭) খাগড়াছড়ি সদর উপজেলা গোলাবাড়ী ইউনিয়নের উত্তর গঞ্জপাড়া এলাকার মো. উজ্জ্বল হোসেনের ছেলে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী নদীতে দুইজন শিশু গোসল করতে গেলে, (রিফাত) নামে একজন শিশু নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির করেও তাকে পাওয়া যায়নি।