গুইমারাতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারাতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার ২০২১ অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষে কভিড ১৯ এর স্বাস্থবিধি অনুসরণ করে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের খাগড়াছড়ি জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
গুইমারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধানা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উষ্যেপ্রু মারমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ শাহেদুর রহমান, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, প্রভাষক মোঃ কামরুজ্জামান সোহেল, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা খাদ্য উৎপাদন হতে ভোগ পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপদ খাদ্য ও তার পুষ্টিমান বজায় রাখার আহবান জানান।