• December 23, 2024

লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে না

 লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে না

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি সদর ইউনিয়নে ইভিএমএ ভোট হচ্ছে না বলে জানা গেছে। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা কিরন বিকাশ চাকমা ১৭ নভেম্বর এ প্রতিনিধিকে জানান, লক্ষ্মীছড়ির ৩টি ইউনিয়ন লক্ষ্মীছড়ি সদর (ইভিএম), দুল্যাতলী ও বর্মাছড়ি ইউনিয়ন ২৩ ডিসেম্বর ভোট গ্রহণ দিন ধার্য করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে সদর লক্ষ্মীছড়ি ইউনিয়নে ইভিএম পদ্ধতি ভোট গ্রহণের নির্দেশনা দেয়া হয়।

কিন্তু লক্ষ্মীছড়ি ৯টি ভোট কন্দ্রের মধ্যে অধিকাংশ ভোট কেন্দ্র দুর্গম পাহাড়ি পথ পায়ে হেটে যেতে হয়। অনেক জায়গায় ইন্টারনেট সংযোগ নেই। দুর্গম ও প্রত্যন্ত এলাকা হওয়ার কারণে সেনাবাহিনীর সহযোগীতায় শুকনাছড়ি ৭নং ওয়ার্ডে নির্বাচনী সরঞ্জাম নেয়া হয় হেলিকপ্টার যোগে। এ সংক্রান্ত একপি পত্র লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচন কার্যালয় হতে প্রেরণ করা হলে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেয়। ফলে লক্ষ্মীছড়ির ৩টি ইউনিয়নেই ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post