সর্বজনের উপস্থিতিতে মানিকছড়িতে শপথ অনুষ্ঠান
মানিকছড়ি (খাগড়াছড়ি)প্রতিনিধি: বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনব্যাপি অনুষ্ঠানের শেষান্তে প্রধান মন্ত্রী শেখ হাসিনার শপথ বাক্য পাঠে মানিকছড়িতে প্রশাসন ও সর্বস্তের গণজমায়েতে অংশ নিয়েছে।
১৬ ডিসেম্বর দিনব্যাপি মহান বিজয় দিবসের অনুষ্ঠানের শেষান্তে বিকেল সাড়ে ৪ টায় সরকারী স্কুল মাঠে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা- কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজনরা জাতীয় পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে শপথ অনুষ্ঠানে কণ্ঠ মিলিয়ে দেশপ্রেমে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ অনুস্মরণে প্রতিশ্রুতিবদ্ধ হোন।
এ সময় উপজেল চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো.মাঈন উদ্দিন,সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, সাবেক উপজেলা চেয়ারম্যান এম. এ. রাজ্জাক,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলমসহ সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজনরা উপস্থিত ছিলেন।