দীঘিনালায় বুলডোজার দিয়ে দিনে দুপুর কাটছে পাহাড়
মোঃ আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় বুলডোজার দিয়ে প্রকাশ্যে কাটা হচ্ছে পাহাড়। উপজেলার মেরুং ইউনিয়নের হাজাছড়া এলাকায় দক্ষিণ হাজাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আইন বলা আছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ধারা ৬ এর (খ) স্পষ্ট বলা হয়েছে যে, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কতৃর্ক সরকারী বা আধা-সরকারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন বা মোচন করা যাবে না।
মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বুলডোজার দিয়ে প্রকাশ্যে পাহাড় কেটে ৩টি ট্রলি ও ২টি ড্রাম ট্রাক দিয়ে মাটি নেওয়া হচ্ছে। এতে একটি বসতবাড়ি পড়েছে ঝুঁকির মধ্যে। ওই বাড়ির মালিক মঞ্জুরুল (৪৫) জানান, তিনি বাধা দেওয়ার পরও তারা পাহাড় কাটছে। কর্তনরত পাহাড়ের মালিক ইসমাইল হোসেন (২৮) জানান, পাহাড়ের মাটি স্থানীয় একটি সেতুতে নেওয়া হচ্ছে।
দীঘিনালা পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি জাকির হোসেন জানান, “পাহাড়া কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, সরকারের অনুমতি ছাড়া পাহাড় কাটা বে-আইনি বিনা অনুমতিতে পাহাড় কাটা হলে আইনগত ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েন প্রশাসনের প্রতি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা জানান, এব্যাপারে অতিদ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।