লক্ষ্মীছড়িতে সামাজিক বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন সমন্বয় সভা
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সামাজিক বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক ইউনিয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম টেকসই সামাজিক উন্নয়ন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র আয়োজনে ১৬ জানুয়ারি উপজেলা কমিউনিটি সেন্টারে বর্মাছড়ি ইউনিয়নের জনপ্রতিনিধি ও হেডম্যান-কার্বারীদের নিয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মা: ইয়াছিন।
বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান হরিমোহন চাকমার সভাপতিত্বে আয়োজিত এ সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দিপান্তর চাকমা রাজু ও উপজেল মহিলা বিষয়ক কর্মকর্তা জিনিয়া চকমা।
পার্বত্য চট্টগ্রাম টেকসই সামাজিক উন্নয়ন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র উপজেলা প্রজেক্ট ম্যানেজার প্রনয় আলো চাকমা সামাজিক বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে করনীয় দিক সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পর্যায়ক্রমে লক্ষ্মীছড়ি ও দুল্যাতলী ইউনিয়নেও এ সমন্বয় সভা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান।