মাটিরাঙ্গায় মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: মাটিরাঙ্গায় ওয়াছু এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাটি কেটে অন্যত্র বিক্রি করার দায়ে নেপাল ত্রিপুরা নামে এক ব্যাক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
১৭ জানুয়ারী সোমবার বিকালের দিকে অবৈধভাবে মাটি কাটার বিশ্বস্ত সংবাদে ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব।
এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) এবং ১৫/১ ধারায় ১লাখ টাকা জরিমানা করা হয়, একই সাথে মাটি কাটার মালামাল সহ মাটি বহনের কাজে ব্যাবহার করা ৪টি ট্রাক্টর জব্দ করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব বলেন,অবৈধভাবে মাটিকাটা সহ এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।