গাড়ীর চাকায় পিষ্ট হয়ে মানিকছড়িতে শিশু রাব্বির মৃত্যু

Spread the love

মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি: চাঁদের গাড়ীর চাকায় পিষ্ট হয়ে মানিকছড়িতে এক শিশু মো. রাব্বি হোসেন(৬) নিহত হয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে যানা গেছে, বুধবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৩টায় উপজেলার খাড়িছড়া মাস্টারপাড়া এলাকায় মো. ইদ্রিস মিয়ার কনিষ্ঠ পুত্র মো. রাব্বি হোসেন(৬) প্রতিবেশী দিদার মিয়ার বাড়িতে থেমে থাকা চান্দের (জীপ) গাড়ীতে উঠে অন্য শিশুদের সাথে খেলা করছিল। এমন সময় দিদার মিয়া জীপ গাড়িটি চালিয়ে নেওয়ার সময় অসাবধানতায় শিশু রাব্বি লাফিয়ে পড়ে চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ প্রসঙ্গে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ীর চাকায় শিশু পিষ্ট হওয়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি সড়ক দুর্ঘটনা সম্পৃক্ত না হওয়ায় নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।