রামগড়ে গণহত্যা দিবস পালিত
রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: সারাদেশ ন্যায় যথাযথ মর্যাদায় রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস-২০২২ উপলক্ষে ২৫ মার্চ সকাল ১১টায় পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌর মেয়র রফিকুল আলম, সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মুফিজুর রহমান,রামগড় থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ সামসুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউছার প্রমূখ।
এসময় আরো বক্তব্য রাখেন- বীর মুক্তিযুদ্ধা আব্দুল মান্নান, মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, প্রমূখ। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরে সরকারী-বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
দিবসটি উপক্ষে আলোচনা সভার শুরুতেই রামগড় তথ্য অফিসের সহায়তায় ২৫ র্মাচ গণহত্যার উপর দূর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শণ সহ নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত- প্রার্থনাসহ ১মিনিট নিরবতা পালন করা হয়।