মহালছড়িতে আওয়ামীলীগের পরিচিতি সভা ও ইফতার মাহফিল
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা আওয়ামী লীগ এর পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল রোজ শনিবার বিকাল সাড়ে ৪ টায় টাউনহলে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রতন কুমার শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহসভাপতি কল্যাণমিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার,শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক পাজেপ সদস্য নীলোৎপল খীসা, জেলা বার কাউন্সিল সভাপতি পাজেপ সদস্য আশুতোষ চাকমা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চিন্তাহরণ শর্মা, খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ জাবেদ, সাবেক ছাত্রনেতা মোঃ ফরিদুল আলম স্বাধীন উপস্থিত ছিলেন।
এছাড়াও মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমা, ক্যায়াংঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুপেন্দু দেওয়ান এবং মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাক্তার স্বপন চক্রবর্তী, সদস্য সিন্দুকছড়ি মৌজার হেডম্যান সুইনুপ্রু চৌধুরী, মহালছড়ি বাজার চৌধুরী সদস্য মংসুইপ্রু চৌধুরী ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক রনজিত দাশ, উপজেলা আওয়ামী যুবলীগ হতে সভাপতি দীপন ধর ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ, সেচ্ছাসেবক লীগ সভাপতি লিটন আচার্য্য ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কৃষকলীগের সদস্য সচিব কার্তিক সরকার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মনিশংকর চৌধুরী, সহসভাপতি রিপন ওঝা, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ হামিদুল ইসলাম ও ইউনিয়নের আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর পরিচিতি সভা শেষে সকলেই ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।