• December 28, 2024

গুইমারা থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক ২

 গুইমারা থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক ২

বিএম.বাশার, গুইমারা: খাগড়াছড়ি গুইমারায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে গুইমারা থানা পুলিশ। বিষয় টি নিশ্চিত করেছেন গুইমারা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মিজানুর রহমান।

গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গুইমারা থানার পুলিশ পরিদর্শক তদন্ত কাজী আব্দুল খালেক এর নেতৃত্বে সংগীয় এস.আই মোঃ আল-আমীন উপজেলার যৌথখামার এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানপরিচালনাকালে, গুইমারা থানাধীন ,যৌথখামার স্থানীয় এলাকার চাইলাপ্রু মারমার ছেলে উষাজাই মারমা(২৫) ও চট্রগ্রাম এর আনোয়ারা খোদ্দ গহিরা এলাকার বশির আহমদ এর ছেলে মো: ফারুক হোসেন সাকিব(৩৪)কে মোট ৫৩ পিস ইয়াবা সহ আটক করেন গুইমারা থানা পুলিশ।

পুলিশ জানায়,চাইলাপ্রু মারমার রান্না ঘর থেকে মোঃ ফারুক হোসেন সাকিব এর কাছ থেকে ২৮ পিস ইয়াবা ও ১হাজার টাকা জব্দ করা হয় এবং উষাজাই মারমা থেকে ২৫পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের ৭শত টাকা সহ দুজনকে আটক করা হয়।

গুইমারা থানা পুলিশ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post