খাগড়াছড়ি’র রামগড়ে ভারতীয় গরু আটক
![খাগড়াছড়ি’র রামগড়ে ভারতীয় গরু আটক](https://pahareralo.com/wp-content/uploads/2022/05/0-9.jpg)
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় ৪৩, বিজিবি ৩০, মে সোমবার রাতে ভারত থেকে পাচার হয়ে আসা ১৫টি গরু রামগড় ফেনী নদীসংলগ্ন মহামুনি এলাকা থেকে আটক করেছে। বিজিবি জানিয়েছে, আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আজ কাস্টমস এ গরুগুলো জমা দেওয়া হবে।
৪৩, বিজিবি রামগড় জোন উপ-অধিনায়ক মেজর মো.মনিরুজ্জামান আজ বেলা ১টায় এই প্রতিনিধিকে জানান, সোমবার রাত আটটায় রামগড় বিজিবি জোন এর অধীন মহামুনি বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. মতিউর রহমান এর নেতৃত্বে একটি টহল দল মহামুনি বিওপির ফেনী নদীর কুল (জিআর-৭৭১৪৩৯ এমএস ৭৯এন/৯) নামক স্থান থেকে মালিকবিহীন ১৫টি ভারতীয় গরু আটক করে।যার আনুমানিক সিজার মূল্য ৫,৭৫,০০০/- টাকা। আটককৃত গরুগুলো কাস্টম অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাকারবারিদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না। সীমান্তে নজরদারি বাড়িয়ে টহল আরও জোরদার করা হবে।