লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় এ সম্মেলনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।প্রধান বক্তা ছিলেন ক্ষনি রঞ্জন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি খাগড়াছড়ি। বিশেষ অতিথি ছিলেন অটল চাকমা
উপজাতিয় বিষয়ক সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপি। সভাপতিত্ব করেন মোঃ ফোরকান হাওলাদার
সভাপতি উপজেলা বিএনপি লক্ষ্মীছড়ি। স্বাগত বক্তব্য রাখেন, মোঃ মোবারক হোসেন সাধারন সম্পাদক লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপি।
এছাড়াও বক্তব্য রাখেন, বিএনপি নেতা অংগ্য প্রু মারমা, দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, রেজাউল করিম, অংগ্য সংগঠনের পক্ষ হতে বক্তব্য রাখেন উত্তম মারমা, জাহাংগির হোসেন প্রমুখ। উপস্থাপনা করেন যুবদলের আহবায়ক মকবুল আহমেদ।
পরে সভাপতি মো: ফোরকান হাওলাদার, সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক সামশুল ইসলাম, সি: সহসভাপতি মো: রফিকুল ইসলাম ও চাইলা প্রু মারমাকে যুগ্ম সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট লক্ষ্মীছড়ি কমিটি ঘোষণা করা হয়।