• March 16, 2025

গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুন্নবী মাস্টার’র জানাজা সম্পন্ন

 গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুন্নবী মাস্টার’র জানাজা সম্পন্ন

স্টাফ রিপোর্টার: গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: নুরুন্নবী মাস্টার এর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। এতে ইমামতি করেছেন গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো: ওসমান গণি । ২১ আগস্ট  রবিবার বাদ যোহর গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অসংখ্যা মানুষের উপস্থিতিতে নুরুন্নবী মাস্টার’র জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কর্মসংস্থা বিষয়ক সহ সম্পাদক সাবেক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন আফসার উপস্থিত ছিলেন। এছাড়াও গুইমারা, মানিকছড়ি, মাটিরাঙ্গার, রামগড়, মহালছড়ি, খাগড়াছড়ি সদর, পানছড়ি ও দীঘিনালাসহ ৯টি থানার দায়িত্বপ্রাপ্ত বিএনপির যুবদল, ছাত্রদল ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা জানাজার নামাজে অংশ গ্রহণ করেন। দাফন শেষে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া মৃত নুরুন্নবী মাস্টারের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মো: নুরুন্নবী মাস্টারের মৃত্যুর সংবাদ শুনে সকাল ১০ টায় গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা ও তার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মৃতব্যক্তির পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করে শান্তনা দেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১০ টায় মৃত্যু বরণ করেন। মৃত্যুর আগে তার দুই ছেলে দুই মেয়ে এবং স্ত্রী রেখে যান। জানাজা শেষে গুইমারা দাখিল মাদ্রাসা সংলগ্ন কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post