খাগড়াছড়িতে বিএনপির কাউন্সিল মঞ্চ ভাঙচুর, উপজেলা সভাপতিসহ আহত ১০

স্টাফ রিপোর্টার: জেলার দীঘিনালা ও মানিকছড়ি বিএনপির কাউন্সিলের জন্য প্রস্তুতি মঞ্চ ভাঙচুর করেছে আওয়ামী লীগ। হামলায় দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলামসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, আগামী শুক্রবার দীঘিনালা উপজেলা বিএনপির কাউন্সিল হওয়ার কথা রয়েছে। কাউন্সিলকে সামনে রেখে উপজেলার ফুটবল মাঠে মঞ্চ নির্মাণের কাজ চলাকালে বুধবার (২৪ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে হামলার ঘটনা ঘটে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার’র অভিযোগ করে বলেনে, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম দলীয় নেতাকর্মীদের মঞ্চ নির্মাণের কাজ তদারকি করছিলেন। এ সময় শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী লাঠিসোটা ও ধারালো আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ৮ আগস্ট দীঘিনালা উপজেলা বিএনপির কাউন্সিল নির্ধারিত তারিখ ছিল। কাউন্সিলটি আয়োজন করা হয়েছিল উপজেলার মেরুং-এর একটি গ্রামে। কিন্তু সম্মেলনের একদিন আগে ৭ আগস্ট সকাল ৯টার দিকে আওয়ামী লীগের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাউন্সিলের মঞ্চ ও টেবিল দেওয়ার ভাঙচুর করে। এসময় সন্ত্রাসীদের হামলায় ৬/৭ নেতাকর্মী আহত হয়।
পরবর্তীতে আবার জেলা প্রশাসন ও পুলিশের অনুমতি নিয়ে শুক্রবার ২৬ আগস্ট ফের দীঘিনালা উপজেলা বিএনপির কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়।
এবিষয়ে দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কাসেমের বক্তব্য না চেষ্টা করা হলেও তিনি ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
২৫ আগস্ট বৃহস্পতিবার বিকাল ২টায় মানিকছড়ি উপজেলা বিএনপির কাউন্সিল। উপজেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে দলীয় কার্যালয়ের সামনে কাউন্সিলের প্রস্তুতি চলছিল। কিন্তু মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে কাউন্সিলের প্যান্ডেল করা হয়। মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল এ ভাঙচুরের আওয়ামীলীগকে দায়ী করেছেন।
মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ মাঈন উদ্দীন এমন অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি।
এদিকে লক্ষ্মীছড়িতে দুল্যাতলী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশে শেষে বাড়ি ফেরার পথে ২ছাত্রদল কর্মীকে মারধরের অভিযোগ করেছে বিএনপি।