• March 14, 2025

রামগড়ে মাসিক আইন-শৃংখলা সভা

 রামগড়ে মাসিক আইন-শৃংখলা সভা
রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে কমিটির সভাপতি ইউএনও খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে প্রদান করেন, আইন-শৃঙ্খলা কমিটির উপদ্দেষ্টা ও উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, অফিসার ইনচার্জ মিজানুর রহমান, বীর মুক্তিযুদ্ধা মফিজুর রহমান।

আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় রামগড়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বক্তাগন বলেন জাতি,ধর্ম- বর্ণ নির্বীশেষে সকলের প্রতি শান্তি-শৃংখলা বজায় রাখার সকলের দায়িত্ব কর্তব্য রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। সভায় অত্র উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন,বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, আনসার প্রতিনিধি, বাজার কমিটির প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকগন প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post