কেন্দ্রীয় প্রতিনিধির সাথে যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের সাথে সৌজন্য স্বাক্ষাত
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের প্রতিনিধি দলের মানিকছড়ি প্রেসক্লাব মিলনায়তনে সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠিত হয়।
১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় মানিকছড়ি প্রেসক্লাব মিলনায়তনে যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি দলের হালকা নাস্তা, চা চক্র, পরিচয় পূর্ব ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে এ সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলে ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরের মানব সম্পদ বিভাগের কো-অর্ডিনেটর মো. নিজাম উদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরের সেফার একসেস কার্যক্রমের কো-অর্ডিনেটর কাজী রাশেদ শিমুল, কক্সবাজার আইসিআরসি’র কো-অর্ডিনেসন অফিসার সজল তঞ্চঙ্গা ও নোয়াখালী যুব ইউনিটের নুসরাত জাহান প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও মানিকছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুর মান্নান, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন মানিকছড়ি উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এম. জুলফিকার আলী ভূট্টো, যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের যুব প্রধান ও সাংবাদিক থোয়াইঅংপ্রু মারমা।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের বিভিন্ন বিভাগের স্বেচ্ছাসেবী কর্মী যথাক্রমে-আবদুল আউয়াল, মো. আবু জাফর, মো. রবিউল হাসান, মো. জুবায়ের হোসেন, ইয়াসির আরাফাত, হ্লাম্রাসং মারমা, সানুবাই মারমা ও কমলা মারমা।