• December 22, 2024

লক্ষ্মীছড়ি সেনা জোনের মানবিক সহায়তার ও শীত বস্ত্র বিতরণ 

 লক্ষ্মীছড়ি সেনা জোনের মানবিক সহায়তার ও শীত  বস্ত্র বিতরণ 
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মানবিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনীর ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী লক্ষ্মীছড়ি জোন।
পাহাড়ের স্থিতিশীলতা, শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে সোমবার সকালে জোন সদরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত বিতরণ, গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য পাঠ্যপুস্তক, তিনটি অসহায় পরিবারের জন্য আর্থিক সহায়তা, দুটি বৌদ্ধ বিহার নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল এএইচএম জুবায়ের।
এসময় তিনি বলেন পাহাড় শান্তির সম্প্রীতি পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জোন উপ অধিনায়ক মেজর মাহমুদুন্নবী, এডজুটেন্ট ক্যাপ্টেন মাহমুদ হাসান সহ-সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post