পল্লী প্রগতি কর্মসূচি গ্রাম সংগঠক কল্যাণ পরিষদ’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা
ঢাকা অফিস: বাংলাদেশ পল্লী প্রগতি কর্মসূচি গ্রাম সংগঠক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কার্য র্নিবাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ নভেম্বর কমিটি গঠন উপলক্ষে রাজধানী ঢাকা রিপোর্টার ইউনিট কার্যালয় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পল্লী প্রগতি কর্মসূচি গ্রাম সংগঠক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক মোঃ আলম শরিফ। বিশেষ অতিথি ছিলেন, সদস্য সচিব সেলিম জাহাঙ্গীর ও আব্দুর রাজ্জাক। পরে উপস্থিত সদস্যদের মতামত ও সর্ব সম্মিত ক্রমে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ২৩ ডিসেম্বর শুক্রবার কমিটির সভাপতি মোঃ জামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শুখ চাঁদ আলী স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি মোঃ জামাল হোসেন(ভোলা), মোঃ শুখ চাঁদ আলী সাধারণ সম্পাদক(নাটোর) ও সাংগঠনিক সম্পাদক মো: মোবারক হোসেন(খাগড়াছড়ি) কে নির্বাচিত করে ৩১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, মোঃ সেলিম জাহাঙ্গীর কার্যকারী সভাপতি(সিরাজগঞ্জ) যথাক্রমে সহ-সভাপতি হলেন মোঃ আব্দুর রাজ্জাক(ঠাকুরগাঁও), মোঃ হাসান মাছুম(ঝিনাইদহ) মোঃ শেখ শাদি(গাজীপুর), আওয়াই মং মারমা(রাঙামাটি), হোসনে আরা রানু (ময়মনসিংহ), অভিজিৎ দাস( কিশোরগঞ্জ)। এছাড়াও যুগ্ন সম্পাদক আমান উল্লাহ (গাজীপুর), বিপু রহমান (জয়পুর হাট), আল আমিন (ভোলা), নুরুল ইসলাম (যশোর), তাসলিমা খাতুন (ময়মনসিংহ), বিউটি আক্তার (পিরোজপুর)। সহ-সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার (নওগাঁ), মোঃ দুলাল হোসেন অর্থ সম্পাদক(নাটোর), মোঃ রেজাউল খান সোহেল প্রচার সম্পাদক (খাগড়াছড়ি), মাহমুদুল হাসান সোহাগ আইন বিষয়ক সম্পাদক (ময়মনসিংহ), মোঃ সাইফুর রহমান দপ্তর সম্পাদক (কুড়িগ্রাম) রেশমা আক্তার সাহিত্য ও সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক(কুষ্টিয়া), আতিয়ার রহমান ক্রীড়া সম্পাদক (খুলনা), মোঃ মনির হোসেন সমাজ কল্যাণ সম্পাদক (লক্ষীপুর), মোঃ আব্দুর রহিম ধর্ম বিষায়ক সম্পাদক (পাবনা), মোঃ আসিফ মিন্টু শ্রম বিষয়ক সম্পাদক (দিনাজপুর)।
সম্মানীত সদস্যরা হলেন- অলক কুমার মন্ডল (সাতক্ষীরা)। গিয়াস উদ্দিন (ফেনী) নুর নবী (খাগড়াছড়ি), বীথি রানি বিশ্বাস (বাগেরহাট) বাবুল হক (ঠাকুরগাঁও)।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ জামাল হোসেন বলেন, বিআরডিবির পল্লী প্রগতি কর্মসূচিতে সারা দেশে ৫২৭ জন গ্রাম সংগঠক রয়েছে। অবহেলিত বঞ্চিত এ কর্মচারীদের অধিকার আদায়ে এ কমিটি গঠনের লক্ষ্য ও উদ্দ্যেশ্য।