লক্ষ্মীছড়ি উপজেলায় পুষ্টি বিষয়ক বার্ষিক বাজেট কর্মপরিকল্পনা সমন্বয় সভা
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং লিডারশিপ টু এনসিওর এডইকুয়েট নিউট্রিশন (লিন) প্রকল্পের সহযোগিতায় পুষ্টি সমন্য় কমিটির বার্ষিক বাজেট প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আতাউর রহমান চৌধুরী । প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী।
১৮জানুয়ারী লক্ষীছড়ি উপজেলা কমিউনিটি সেন্টারে আয়োজিত বার্ষিক বাজেট প্রণয়ন কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি ও সম্পদ বিষয়ক কর্মকর্তা ডা. সুপর্ণা দে শিম্পু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইব্রাহিম খলিল ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি। বার্ষিক বাজেট প্রণয়ন কর্মশালায় লিন প্রকল্পের উপজেলা সমন্বয়ক দীপা কর চাকমা পুষ্টি বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দিয়ে কিশোর কিশোরীদের পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণের উপকারিতা ব্যাখা করেন।