• December 23, 2024

সিন্দুকছড়ি দূর্গম পাহাড়ে সেনাবাহিনীর সবজি বাগান

 সিন্দুকছড়ি দূর্গম পাহাড়ে সেনাবাহিনীর সবজি বাগান

 বিএম.বাশার, গুইমারা:  দেশ, মাটি আর সবুজের প্রতি সেনাবাহিনী সদস্যদের চিরন্তন ভালোবাসার দৃশ্য দেখা গেছে খাগড়াছড়ির দূর্গম পাহাড়ে। সিন্দুকছড়ি জোন অধিনায়ক পারভেজ মোস্তফা পিএসসি,জি বলেন স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সে’ব্যাপারে মনযোগী হয়ে কৃষি বিপ্লবে প্রধানমন্ত্রীর উপযোগী নির্দেশনায় খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধিনস্থ্য সিন্দুকছড়ি জোনের দূর্গম ক্যাম্পে শুরু হয়েছে শতস্ফুর্ত কৃষি বিপ্লব। যেখানে নিজ কর্তব্যের পাশাপাশি পতিত জমিতে নিজ উদ্যেগে ফসল ফলাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। যা নিজেদের চাহিদা মিটিয়ে স্থানীয় এবং রাজধানীতেও বিক্রয়ের জন্য পাঠানো হচ্ছে।

পার্বত্য জেলা খাগড়াছড়ির সিন্দুকছড়িতে দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনীর সদস্য এবং স্থানীয় লোকজনের কর্মসংস্থানের মাধ্যমে করছেন কৃষির আবাদ। উল্লেখযোগ্যভাবে সিন্দুকছড়ির দূর্গম ক্যাম্পে আবাদ হচ্ছে সুস্বাদু স্ট্রবেরী ফল যা প্রশংসার দাবী রাখে। ক্যাম্পের পতিত জমিতে প্রতিনিয়ত নিজ উদ্যোগে উৎপাদন করছেন বিভিন্ন রকমের শাকসবজি এছাড়াও হাঁস, মুরগি, গরু, ছাগল এবং মৎস্য চাষ করে সিন্দুকছড়ির দূর্গম ক্যাম্পে সেনাবাহিনীর সদস্যরা দেশের জিডিপিতে রাখছেন অগ্রনী ভূমিকা। প্রধানমন্ত্রীর অনুশাসন ও সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় দূর্গম সীমান্তের প্রতিটি ক্যাম্পে চলছে হরদম কৃষির আবাদ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post