• December 5, 2024

মা‌টিরাঙ্গায় পিকআপ-মোটরসাই‌কেল সংঘ‌র্ষে প্রাণ গেল চালকের

 মা‌টিরাঙ্গায় পিকআপ-মোটরসাই‌কেল সংঘ‌র্ষে প্রাণ গেল চালকের

খাগড়াছ‌ড়ি প্রতিনিধি: পার্বত্য খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় সবজিবাহী পিকআপ-মোটর সাই‌কেলের মু‌খোম‌ুখি সংঘ‌র্ষে মোটর সাইকেল চালক মহারাজ (২৩) নিহত হয়েছে।

নিহত মহারাজ মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের রসুলপুর এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। সে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। বুধবার (২২ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়কে মাটিরাঙ্গার যৌথখামার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের প‌রিবার সূ‌ত্রে জানা গেছে, প্রতি‌দি‌নের মতো বুধবার সকালের দিকে মহারাজ জীবিকার সন্ধানে মোটর সাই‌কেল নি‌য়ে বা‌ড়ি থে‌কে বের হয়। গুইমারা যাওয়ার পথে যৌথ খামার এলাকায় পৌছলে বিপ‌রিত দিক থে‌কে আসা সব‌জি বোঝাই পিকা‌পের (চট্টমেট্টো-) সা‌থে মু‌খোমু‌খি সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে।
এ সময় মোটরসাইকেল চালক মহারাজকে গুরুতর আহত অবস্থায় স্থানীরা উদ্ধার করে মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য ক‌ম‌প্লেক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষনা ক‌রে। ঘাতক পিকআপ চালক পলাতক রয়েছে। পিকআপ ও মোটর সাই‌কেলটি পুলিশ জব্দ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মা‌টিরাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকা‌রিয়া ব‌লেন, আমরা সড়ক দুর্ঘটনায় নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করার প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post