মানিকছড়িতে ২০ লিটার মদসহ একনারী আটক

 মানিকছড়িতে ২০ লিটার মদসহ একনারী আটক

স্টাফ রিপোর্টার: মানিকছড়ি থানাধীন ০১নং মানিকছড়ি ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের মানিকছড়ি আর্মিক্যাম্পের নিছে খাগড়াছড়ি টু চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের ইত্যাদি ফাস্ট ফুড এন্ড কফি হাউজের পূর্বপাশে পাঁকা রাস্তার উপর।

১৪ মে বিকাল মানিকছড়ি থানার এসআই(নিঃ) তানভীর আহতাম  সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ সহ অত্র থানা এলাকায় দিবাকালীন মোবাইল-৭ ডিউটি করাকালীন মানিকছড়ি থানাধীন গচ্ছাবিল এলাকায় অবস্থান কালে বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, ০১ জন নারী অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ  বিক্রয়ের উদ্দেশ্যে মানিকছড়ি থানাধীন ০১নং মানিকছড়ি ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের মানিকছড়ি আর্মিক্যাম্পের নিছে খাগড়াছড়ি টু চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের ইত্যাদি ফাস্ট ফুড এন্ড কফি হাউজের পূর্বপাশে পাঁকা রাস্তার উপর অবস্থান করিতেছে ।

সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপরোক্ত বর্ণিত ঘটনাস্থলে পৌঁছাইয়া নারী আসামী ডানুপ্রু মারমা রেশমি(২৭),কে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে নারী পুলিশ দ্বারা তল্লাশী করিয়া তাহার নিকট হইতে ২০ লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করা হয়।

আটককৃত আসামী-ডানুপ্রু মারমা রেশমি(২৭), পিতা-আথাঅং মারমা, মাতা-মিনু মারমা,গ্রাম+থানা- গুইমারা থানা (গড়িয়াছড়ি, ০৮নং ওয়ার্ড, ০৩নং সিন্দুকছড়ি ইউপি,জেলা -খাগড়াছড়ি।

মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি আনছারুল করিম বলেন আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post