রামগড়ে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন, যুক্ত হচ্ছে ৫ কেজি চাল

রামগড়(খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলায় টিসিবি’র পণ্যের তালিকায় যুক্ত হচ্ছে ৫ কেজি চাল। যার প্রতি কেজির মূল্যে ৩০ টাকা।
সরকার দেশের জনগনের কথা বিবেচনা করে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রেখেছেন। তারই ধারাবাহিকতায় রামগড় উপজেলায় পৃথক পৃথক ভাবে টিসিবি’র পণ্যের বিক্রয় কেন্দ্র শুভ উদ্বোধন করেন (রামগড় পৌর সভায়) ইউএনও মমতা আফরিন ও ২নং পাতাছড়া ইউপিতে সহকারী কমিশনার (ভূমি)মানস চন্দ্র দাস।
২৪ জুলাই সকাল ৯ টায় রামগড় পৌরসভাস্থ সাবেক পুরাণ সোনালী ব্যাংক এর পাশে ও পাতাছড়া ইউনিয়নে নাকাপা আ’লীগের অফিসের পাশে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় ২কেজি মশুর ডাল, ২লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাউল গ্রাহকগন ক্রয় করেন।