লক্ষ্মীছড়িতে প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা সভা

 লক্ষ্মীছড়িতে প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা সভা
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
এছাড়াও বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) হোসনেআরা, উপজেলা শিক্ষা অফিসার শুভাশীষ বড়ুয়া, লক্ষ্মীছড়ি থানার এসআই মো: কামাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মো: মোবারক হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন বেপারি, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল ওহাব খন্দকার, লক্ষ্মীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান সুইশালা চৌধুরী প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় এলাকার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে একই স্থানে  ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের নানা আয়োজন নিয়ে বিস্তারিত প্রস্তুতিমূলক আলোচনাসহ মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post