• December 23, 2024

মাটিরাঙ্গায় গাঁজাসহ যুবক আটক

 মাটিরাঙ্গায় গাঁজাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার: খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় গাঁজাসহ নুরুল আ‌মিন (২৪) না‌মে এক যুবককে আটক ক‌রেছে মা‌টিরাঙ্গা থানা পু‌লিশ।

২৪ আগস্ট বৃহস্পতিবার সকাল সা‌ড়ে ৯টার দি‌কে মা‌টিরাঙ্গা শা‌ন্তি প‌রিবহন কাউন্টার থে‌কে তা‌কে আটক করা হয়।

পুলিশ সূ‌ত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে এএসআই কামরুল আ‌রে‌ফিন চৌধুরীর নেতৃ‌ত্বে অভিযান প‌রিচালনা ক‌রে ৩ কে‌জি গাঁজাসহ তা‌কে আটক ক‌র হয়। এসময় তার সা‌থে থাকা ১টি বাটন মোবাইল জব্দ করা হয়।

আটক কৃত নুরুল আ‌মিন খাগড়াছ‌ড়ির ভুয়াছ‌ড়ি এলাকার গোলাম হো‌সে‌নের ছে‌লে প‌রিচয় দি‌লেও জন্ম নিবন্ধন অনুস‌রে তার গ্রা‌মের বা‌ড়ি কু‌ড়িগ্রাম জেলার রোমারীর, টাংরাপাড়া, যাদুরচর ৫নং ওয়ার্ড ধনাচর গ্রা‌মের গোলাম আলীর ছে‌লে ব‌লে জানা গে‌ছে।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ মো. জাকা‌রিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, আটককৃত নুরুল আ‌মিনের বিরু‌দ্ধে পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌ণে আই‌নি কার্যক্রম প্রক্রিয়া‌ধীন। মা‌টিরাঙ্গা থানা এলাকায় যেকোন অপরাধ প্রবণতারোধে পু‌লিশ তৎপর র‌য়ে‌ছ বলেও জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post