• January 20, 2025

রামগড়ে ইয়াবা ট্যাবলেটসহ ১ ব্যবসায়ী আটক

 রামগড়ে ইয়াবা ট্যাবলেটসহ ১ ব্যবসায়ী আটক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: রামগড় উপজেলার সোনাইপুল বাজার ফরেষ্ট গেইট সংলগ্নে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যবসায়ীকে আটক করেছে রামগড় থানা পুলিশ ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ প্রতিনিধিকে জানান, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনাইপুল বাজার সংলগ্ন ফরেস্ট গেইটের সামনে এসআই ফরহাদুল হক ও এএসআই সাদ্দাম হোসেন এবং ফোর্সদের সহযোগিতায় ৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন(২৪), কে আটক করে। জানাগেছে ধৃত সদুকারবারী পাড়াস্থ ৮ নং পৌরওয়ার্ড এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।
রামগড় থানা অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান জানান, আটকৃতর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে খাগড়াছড়ি আদালতে প্রেরন করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post