খাগড়াছড়ি আলুটিলায় পন্যবাহী কার্ভাডভ্যানে দুবৃর্ত্তদের আগুন
- খাগড়াছড়ি খাগড়াছড়ি সংবাদ পাহাড়ের সংবাদ মাটিরাঙ্গা শিরোনাম স্লাইড নিউজ
- পাহাড়ের আলো
- November 8, 2023
- 0
- 93
- 1 minute read
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির আলুটিলা সড়কে পন্যবাহী একটি কার্ভাডভ্যানে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। খাগড়াছড়ি-ঢাকা সড়কের আলুটিলা এলাকায় ৮নভেম্বর বুধবার সকাল পৌনে ১১ টায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে পন্যবাহী কার্ভাডভ্যানের সামনের অংশ সর্ম্পূণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এনে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া।
তিনি জানান, সকালে পন্যবাহী পরিবহন সংস্থা ‘ফাইভ স্টার এক্সপ্রেস সার্ভিস’ এর একটি কার্ভাডভ্যান মালামাল নিয়ে চট্রগ্রাম থেকে খাগড়াছড়িতে যাচ্ছিল। আলুটিলা সড়কে ওঠার সময় কার্ভাডভ্যানটিতে আগুন দেয় দুবৃর্ত্তরা। এতে গাড়ির সামনের অংশ পুড়ে যায়। আগুনে গাড়িতে থাকা মালামালও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় জড়িতদের খোঁজা হচ্ছে। এর আগে রোববার আলুটিলা সড়কে একটি ট্রাকে আগুনে দেয় দুবৃর্ত্তরা।
এদিকে খাগড়াছড়িতে বিএনপি-জিামায়াতের ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘন্টা সড়ক অবরোধের প্রথম দিন নেতাকর্মীরা বিভিন্ন সড়কে অবরোধের সমর্থনে রাস্তায় গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন, বাঁশ-গাছ ফেলে পিকেটিং করছে । খাগড়াছড়ি থেকে দূরপাল্লা রুটের টিকিট কাউন্টার খোলা থাকলেও ছেড়ে যায়নি কোন বাস। চলাচল করছেনা অভ্যন্তরীণ সড়কের পরিবহন। পুলিশ-বিজিবি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখায় পণ্যবাহি কয়েকটি ট্রাক শহরে ঢুকেছে। সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্নে রাখতে সবধরণের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মুক্তা ধর।