আদালত বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে খাগড়াছড়ি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম‘র লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার: ডামি নির্বাচন বর্জন ও আদালত বর্জন এবং অসহযোগ আন্দোলনের সমর্থনে খাগড়াছড়ি জেলায় কোর্ট এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বেদারুল ইসলামের নেতৃত্বে
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মঞ্জুর মোর্শেদ ভূইয়া, সিনিয়র যুগ্ম-সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট মোখলেছুর রহমান ভূইয়া এডভোকেট শেখ মোঃ জামাল হোসেন সিদ্দিকী, এডভোকেট সৃজনী ত্রিপুরা, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট মোঃ শাহাজাহান, এডভোকেট কবির হোসেন সহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
এছাড়াও জেলা বিএনপির আইনী ও আসামী সহায়তা কমিটির সদস্য, আক্তারুজ্জামান আক্তার, সোহরাব হোসেন, আনোয়ার হোসেন, আশিকুর রহমান আশিক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।