গুইমারাতে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

  গুইমারাতে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম মাঠে ২দিনব্যাপী ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা।

২৯জানুয়ারী সোমবার সকালে এমেলার আয়োজন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী,গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুল আমিন, উপজেলা কৃষি অফিসার ওঙ্কার বিশ্বাস, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, গুইমারা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদীনসহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী। এবারের প্রতিযোগিতায় থাকছে তরুণ বিজ্ঞানীদের নানা সৃজনশীল বৈজ্ঞানিক প্রকল্প অলিম্পিয়াড কুইজ ও বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী। এ প্রতিযোগিতার আয়োজন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post