• December 27, 2024

ক্যান্সারে আক্রান্ত অনিতা ত্রিপুরা বাঁচতে চায়

 ক্যান্সারে আক্রান্ত অনিতা ত্রিপুরা বাঁচতে চায়

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি সদর উপজেলা ৪নং পেরাছড়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ডে ধর্মঘর তংথক পাড়ার বাসিন্দা অনিতা ত্রিপুরা(৪৬)। তিনি বিগত এক বছর ধরে ব্রেস্ট টিউমার হওয়ার পর এখন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ইতোপূর্বে তাঁর চিকিৎসা,ঔষধ, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য অনেক টাকা খরচ হয়েছে। জায়গা-জমি যা আছে সবকিছু বিক্রি করে চিকিৎসা করিয়েছেন তার পরিবার। কোন উপায় না পেয়ে পরে বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে চিকিৎসা করতে তাঁর পরিবার বর্তমানে পুরোপুরি নিঃস্ব হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুস্থ্য হতে হলে কেমোথেরাপি নিতে হবে এবং স্তন কেটে ফেলতে হবে। তা না হলে পুরো শরীরে ছড়িয়ে পড়বে।

দেশের বাইরে গিয়ে চিকিৎসা করার জন্য ২ লক্ষ ৫০ হাজার টাকার প্রয়োজন। তাঁর একমাত্র ছেলে সন্তান চাকরি দেখিয়ে লোন নিয়েছেন ইতিমধ্যেই। কারণ তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

তাই তিনি মানবিক ও সুহৃদয়বান ব্যক্তিদের নিকট আর্থিক সহযোগিতা কামনা করছে। আপনাদের আর্থিক সহযোগিতায় একজন মায়ের জীবন বাঁচবে। আপনারা যে যেভাবে পারেন সহযোগিতা করে ব্রেস্ট ক্যান্সারের আক্রান্ত মায়ের পাশে দাঁড়ান। যোগাযোগ

সহযোগিতা পাঠাতে:
বিকাশ নাম্বার : 01686398915(পারশোনাল),
নগদ নাম্বার- 01619918837,
পূবালী ব্যাংকের হিসাব নাম্বার: 1942101115554
বাংলাদেশ কৃষি ব্যাংক,সঞ্চয়ী হিসাব নং:৮৫৪৫
যোগাযোগ নাম্বার:01686398915-অন্তু ত্রিপুরা (ছেলে)।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post