• December 22, 2024

খাগড়াছড়িতে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

 খাগড়াছড়িতে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: উপজেলা নির্বাচনের ভোট বর্জন ও চলমান সরকার পতনের আন্দোলন আরও জোর করার লক্ষ্যে খাগড়াছড়িতে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ মে সোমবার বিকালে খাগড়াছড়ি শহরের “বৈঠকে” জেলা বিএনপির সভাপতি ও কন্দ্রেীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহসম্পাদক ওয়াদুদ ভুইয়া সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

সভায় বক্তারা বলেন, আমি ও ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের গদি তালমাতাল করছে। সরকার পালানোর নিরাপদ পথ খুঁজছে। আসন্ন উপজেলা নির্বাচনেও ৭ জানুয়ারি নির্বাচনের মতো কোন ভোটার যাতে কেন্দ্রে ভোট না যায় নেতাকর্মীদের প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু। খাগড়াছড়ি  জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ যৌথ সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post