মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ১

 মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ১

স্টাফ রিপোর্টার: মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সা‌থে শিশুটির মা সুলতানা আক্তার (২০) আহত হয়েছে। ১৭ জুলাই বুধবার বিকালের দিকে উপ‌জেলার কালাপানি এলাকায় মা‌টিরাঙ্গা তানাক্কাপাড়া আঞ্চ‌লিক সড়‌কে এ দুর্ঘটনা ঘটে। মরিয়ম আক্তার পানছড়ি উপ‌জেলার হাসান মিয়ার মেয়ে।

জানা যায়, পানছড়ি থেকে সিএন‌জি যো‌গে মাটিরাঙ্গা আসার পথে কালাপা‌নি রাস্তার মোড়ে বিপ‌রীত দিক থে‌কে আসা মাহিন্দ্র গাড়ীকে দেখে হঠাৎ ব্রেক করলে সিএনজিতে থাকা একটি শিশু ছিট‌কে প‌ড়ে যায়। এসময় গা‌ড়ির চাকায় পিষ্ট হ‌য়ে ঘটনাস্থলে শিশু‌টি মারা যায়। এ ঘটনায় শিশুটির মা সুলতানা আক্তার গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ঘটনার সাথে জড়িত সিএনজি এবং মাহিন্দ্র পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় চালক পলাতক রয়েছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post