• September 20, 2024

খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির চরম অবনতি

 খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির চরম অবনতি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণে পাহাড়ী ঢলে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গতরাত থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে চেঙ্গী নদীর পানি বেড়ে খাগড়াছড়ি সদর ও পৌরসভার বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে।

পানি উঠেছে শহরের বিভিন্ন সড়কে। চেঙ্গী নদীর পানি বাড়ায় পানছড়ির অনেক এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে, পাহাড়ী ঢলে মাটিরাঙ্গা, রামগড়, দীঘিনালার অনেক গ্রাম পানিবন্দী। জেলার ৫০ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে।

দীঘিনালার মাইনী নদীর পানিতে তলিয়ে গেছে সাজেক-দীঘিনালা সড়ক। সাজেকে আটকা পড়েছেন ২ শতাধিক পর্যটক। খাগড়াছড়ির সাথে পানছড়ি ও মহালছড়ির সড়ক যোগাযোগ বন্ধ। উদ্ধার অভিযানে খাগড়াছড়ি সদরে কাজ করছে সেনাবাহিনীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। খাগড়াছড়িতে গেল ২৪ ঘন্টায় ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post