• November 22, 2024

দুর্গতদের খাদ্য সহায়তায় সেনাবাহিনী, খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি

 দুর্গতদের খাদ্য সহায়তায় সেনাবাহিনী, খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি

খাগড়াছড়ি প্রতিনিধি: বৃহস্পতিবার বিকেল থেকে আর বৃষ্টি না হওয়ায় খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। রাস্তাঘাট ও বাড়ি-ঘর থেকে পানি নামতে শুরু করেছে। আশ্রয় কেন্দ্রে থাকা লোকজন বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছে। অনেকে ঘরবাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করেছে। যাদের বাড়ি-ঘর ভেঙ্গেছে তারা আছেন খোলা আকাশের নিচে, কি করবেন তা নিয়ে আছেন দু:চিন্তায়।

এদিকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত দু’দিনের মতো আজও খাদ্য ও বিশুদ্ধ পানীয় সরবরাহ করছে খাগড়াছড়ি সদর জোন, মহালছড়ি জোন, দিঘীনালা জোন, বাঘাইহাট জোন, লংগদু, মারিশ্যা ও ল²ীছড়ি জোনের সেনা সদস্যরা। প্রায় ৫০ হাজার লোকজনকে এসব সহায়তা দেয়া হচ্ছে। গত দ’ুদিনের উদ্ধার তৎপরতা এবং আজকের ত্রাণ কর্যক্রমে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

এছাড়া খাদ্য সহায়তা নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন। তিনি গতকালের মতো আজও খাগড়াছড়ি শহরের আশে-পাশের এলাকায় শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। তিনি এই কার্যক্রম চলমান রাখার ঘোষণা দিয়েছেন।

বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে জেলা এবং ৯ উপজেলা প্রশাসন। ৪১২ মেট্রিক টন খাদ্য সহায়তা দেয়া হয়েছে ৯ উপজেলা, ৩ পৌরসভা ও ৩৮ ইউনিয়নে। পাশাপাশি বিভিন্ন দুর্গত এলাকায় রান্না করা খাবারও পৌঁছে দেয়া হচ্ছে। যাদের ঘরবাড়ি ভেঙ্গেছে তাদেরকে ঘরবাড়ি নির্মানে সহায়তা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post