• September 19, 2024

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ জেলা প্রশাসনের

 খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ জেলা প্রশাসনের

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে স্বরণ কালে চতুর্থ দফা বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে কয়েক হাজার পরিবার। বুধবার সকালে খাগড়াছড়ি সদর, কমলছড়ি, পেরাছড়া ও ভাইবোনছড়ায় এক যোগে চারটি ইউনিয়নে জেলা প্রশাসক কর্তৃক বরাদ্দকৃত ত্রাণের চাল বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কালে খাগড়াছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, সংশ্লিষ্ট ইউনিয়নের টেক অফিসার সহ প্রত্যেক ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ১ হাজার ৮শ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার চাউল পেয়ে প্রশাসন ও বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।

একই সাথে খাগড়াছড়ি প্রত্যেকটি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে বলে জানা যায় জেলা প্রশাসনের।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post