দীঘিনালায় বন্যা পরবর্তীতে সেনাবাহিনীর চিকিৎসাসেবা, বিনামূল্যে ঔষধ ও ত্রাণ বিতরণ

মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় বন্যা পরবর্তীতে সেনাবাহিনীর পক্ষ্য থেকে দূর্গত এলাকার লোকজনদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। একই সাথে রোগীদের বিনামূল্যে ঔষধ ও ত্রাণ সহযোগীতা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোন ৪ ই বেঙ্গল “দি বেবী টাইগার্স” এ সহযোগীতা করছে। তারই ধারাবহিকতায় শুক্রবার সকালে উপজেলার ছোটমেরুং উচ্চ বিদ্যালয়ে ৫শতাধীক মানুষকে চিকিৎসাসেবার সাথে তাদেরকে বিনামূল্যে ঔষধও দেওয়া হয়।
চিকিৎসাসেবা প্রদান করেন, ঢাকা থেকে গিয়ে একে এম শাহরিয়ার কবির, এমবিবিএস, এফসিপিএস (মেডিসিনি), ডাঃ মোহাম্মদ সাইফুল ইসললাম পাঠান, ডাঃ মো. ইব্রাহিম ও দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন রাকিব।
চিকিৎসাসেবা ও ঔষধ বিতরন কার্যক্রম পরিদর্শন করেন সেনাবাহিনীর দীঘিনালা জোন আধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক পিএসসি।
এছাড়া একই দিন জোন অধিনায়কের উপস্থিতিতে উপজেলার ছোটমেরুং ইউনিয়নের চোংড়াছড়ি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বন্যাদূর্গত ৪শতাধীক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৪৫তম ব্যাচ এর প্রাক্তন ক্যাডাররা।
এর আগেরদিন বৃহষ্পতিবার উপজেলার বোয়ালখালি সরকারি প্রাথমিক বিদ্যারয় মাঠে বন্যাদূর্গত এলাকার ৬শতাধীক মানুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। সেখানে চিকিৎসাসেবা প্রদান করেন, ৫ফিল্ড এ্যাম্বুলেন্সের লেঃ কর্ণেল রাকিবুল ইসলাম, গাইনী চিকিৎসক লেঃ কর্ণেল ডাঃ সেতারা, এমবিবিএষ, এফসিপিএস (গাইনী), মেজর ডাঃ আসিফ রোবায়েত, এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), মেজর ডাঃ সাবিনা, এমবিবিএস (গাইনী), ক্যাপ্টেন ডাঃ রাকিব আরএমও (৪ইসিবি) এবং খাগড়াছড়ি সদর হাসপাতালের ডাঃ আশুতোষ চাকমা।