দীঘিনালায় দুর্গোৎসব উপলক্ষে জোনের আলোচনা সভা ও অনুদান প্রদান
মো: আল আমিন, দীঘিনালা: আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলার দীঘিনালায় ৯টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সাথে আলোচনা সভা করেছে খাগড়াছড়ি রিজিয়ন আওতাধীন দীঘিনালা সেনা জোন।
বুধবার সকালে দীঘিনালা সেনা জোন সদরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক (পিএসসি), উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান, দীঘিনালা পূজা উদযাপন কমিটির সভাপতি মৃদুল সেন সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, প্রেসক্লাব সভাপতি মো. সোহেল রানা, পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিবৃন্দ।
সভায় পূর্বের ন্যায় শান্তি-সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের জন্য সকলকে আহ্বান জানান জোন অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক (পিএসসি)। এছাড়াও শারদীয় উৎসবকে ঘিরে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলেও জানান তিনি।
এ সময় শারদীয় উৎসব উপলক্ষে উপজেলার ৯টি পূজা মণ্ডপে দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন জোন অধিনায়ক।