ছাত্রদল ও যুবদলের কর্মী সমাবেশের মধ্য দিয়ে লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির মাস ব্যাপি সাংগঠনিক কর্মসূচি শুরু

 ছাত্রদল ও যুবদলের কর্মী সমাবেশের মধ্য দিয়ে লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির মাস ব্যাপি সাংগঠনিক কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের কর্মী সমাবেশের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির মাস ব্যাপি সাংগঠনিক কর্মসূচি শুরু হয়েছে। ৪অক্টোবর শুক্রবার থেকে এ সাংগঠনিক কার্যক্রম শুরু হয়। শুক্রবার বিকাল ৩টায় লক্ষ্মীছড়ির ২নং দুল্যাতলী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার। ২নং দুল্যাতলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: তামিম মোল্লার সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন ফরাজি, অংগ্য প্রু মারমা, মো: রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: মজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: রিয়াজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক উথোয়াইচিং মারমা (উত্তম), উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: নাজমুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুল্যাতলী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: আব্বাছ। এসময় ওয়ার্ড ও ইউনিয়ন নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

পরে উপজেলা কমিউনিটি সেন্টারে বিকাল সাড়ে ৪াটর দিকে ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। লক্ষ্মীছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মো: সোহাগ মির্জা কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন ফরাজি, অংগ্য প্রু মারমা, উপজেলা যুবদলের আহবায়ক মো: মকবুল আহমেদ, সদস্য সচিব মো: শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: রিয়াজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: নাজমুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: আনিছুর রহমান আনিছ। ওয়ার্ড ও ইউনিয়ন নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এদিকে ধারাবাহিকভাবে ৫ অক্টোবর, ৭ অক্টোবর লক্ষ্মীছড়ি ইউনিয়ন ছাত্রদল, ৮ অক্টোবর লক্ষ্মীছড়ি ইউনিয়ন বিএনপি, ১০ অক্টোবর দুল্যাতলী ইউনিয়ন বিএনপি এবং ১৪ অক্টোবর উপজেলা যুবদলের কর্মী সমাবেশের আয়োজন করার কথা রয়েছে। এছাড়াও স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, জিয়া পরিষদ ও উপজেলা বিএনপির কর্মী সমাবেশ করার প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। এ কার্যক্রম পুরো অক্টোবর মাস জুড়েই থাকছে বলে দলীয় সূত্রে জানা গেছে। উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার বলেন, আমরা ওয়াদুদ ভূইয়ার নিদের্শে দলীয় কর্মকান্ড জোড়দার করার লক্ষ্যে পাহাড়ি-বাঙ্গালি সম্প্রীতি বজায় রাখতে কর্মী সামাবেশের পাশাপাশি বিভিন্ন এলাকায় সম্প্রীতি সমাবেশ করে যাচ্ছি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post