• November 21, 2024

লক্ষ্মীছড়িতে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত

 লক্ষ্মীছড়িতে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত

স্টাফ রিপোর্টার: “জন্ম মৃত্যু নিবন্ধন, আসবে দেশে সুশাসন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, লক্ষ্মীছড়ি উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর রবিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ল²ীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, এসআই মো: মাসুদসহ জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্ম নিবন্ধন প্রাপ্তি একটি শিশুর জন্মগত নাগরিক অধিকার। এ কাজের সাথে সম্পৃক্ত সকল দায়িত্বশীল ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান। এ সময় বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা ও দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা। এছাড়াও ইউপি সচিবগণ বক্তব্য রাখেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post