লক্ষ্মীছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

 লক্ষ্মীছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

স্টাফ রিপোর্টার: শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।

আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। ল²ীছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রনব পোদ্দার স্বাগত বক্তব্য রাখেন।

পরে শ্রেষ্ঠ শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post