মাটিরাঙ্গায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসন

 মাটিরাঙ্গায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসন

মাটিরাঙ্গা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মহা সপ্তমীতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা, গুইমারা মানিকছড়ি, লক্ষীছড়ির বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরের  দিকে মাটিরাঙ্গা উপজেলার  বিভিন্ন পূজা মণ্ডপে যান এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে মতবিনিময় সহ পূজার সার্বিক বিষয় সর্ম্পকে খোঁজখবর নেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও খাগড়াছড়ি পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল।

এসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম, রামগড় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, মাটিরাঙ্গা সহকারী কমিশনার ভূমি মো.আল আমিন হাওলাদার, মাটিরাঙ্গা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো তৌফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ মো. বদিউল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়া উর রহমান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল সহ দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন।

প্রথমে মহাসপ্তমীতে মাটিরাঙ্গা সদর ইউপি ব্যাঙমারা দুর্গাপূজা মণ্ডপ, নতুনপাড়া কামিনী মেম্বার পাড়া রাধা কৃষ্ণ দুর্গাপূজা মণ্ডপ, মাটিরাঙ্গা পৌরসভার কেন্দ্রীয়  শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরের  দুর্গাপূজা মণ্ডপ, গুইমারা  পূজা মণ্ডপ, মানিকছড়ি পূজা মণ্ডপসহ বেশ কিছু দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

পূজা মণ্ডপ পরিদর্শনের সময় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, সুষ্ঠুভাবে পূজা আয়োজনে সব রকমের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে।  সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় দিক নিদের্শনা দেওয়া করা হয়েছে। এছাড়াও কাজ করছে মনিটরিং টিম।

সম্প্রীতি বজায় রেখে  শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে সব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করলে প্রশাসনকে অবহিত করার সাথে সাথে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেন  পূজা কমিটিকে

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post