রাস মহোৎসব পরিদর্শন করলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে রাস মহোৎসব পরিদর্শন করলেন খাগড়াছড়ি ব্রিগেডিয়ার জেনারেল ও রিজিয়ন কমান্ডার শরীফ মোহাম্মদ আমান হাসান। শনিবার দুপুরে খাগড়াছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষী-নারায়ন মন্দিরে তিন দিনব্যাপী রাস মহোৎসব পরিদর্শন করেন তিনি। এই উৎসব পাহাড়ি বাঙালি সব শ্রেণীর মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে।
খাগড়াছড়ি কেন্দ্রীয় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের রাস মহোৎসব পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন। খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর জাবির সোবহান মিয়াদ, রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার দেবনাথ, লক্ষ্মীনারায়ণ মন্দিরের সভাপতি আশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক নির্মল কান্তি দেব সহ উদযাপন কমিটি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে রাস মহোৎসব উদযাপন কমিটিকে শুভেচ্ছা উপহার ও আর্থিক অনুদান হাতে তুলে দেন তিনি।