দূর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

 দূর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা এবং সুচিকিৎসা নিশ্চিত করনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন (দি বেবী টাইগার্স) এর সার্বিক ব্যবস্থাপনা উপজেলার ৪নং দীঘিনালা ইউনিয়নের দূর্গম মধ্য বানছড়া (ফ্রেশ বাজার)

এলাকায় মধ্য বানছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় প্রায় তিন শতাধিক পাহাড়ি সম্প্রদায়ের নারী পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করেছে দীঘিনালা জোন।

দীঘিনালা জোন এর মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি এই মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন।

চিকিৎসা নিতে আসা শেফালী চাকমা বলেন, আমরা গরীব মানুষ টাকা পয়সা খরচ করে চিকিৎসা নিতে পারিনা। সেনাবাহিনী কর্তৃক চিকিৎসা ও ওষুধ দেওয়ার কারণে আমাদের খুবই উপকার হচ্ছে।

মধ্য বানছড়া পাড়ার কার্বারী সমরেন্দ্র চাকমা বলেন আমাদের দূর্গম পাড়ায় দীঘিনালা জোনের মেডিকেল চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণের মাধ্যমে জনগণ সুচিকিৎসা পাচ্ছে। আমাদের এলাকার বেশিরভাগ মানুষ অসচেতন এবং দিন মজুর। উপজেলা সদর হতে অনেক দূরত্বে হওয়ায় চিকিৎসা সেবা হতে বঞ্চিত। আমাদের এলাকায় চিকিৎসা ক্যাম্প করার দীঘিনালা জোন’কে ধন্যবাদ।

দীঘিনালা জোন এর অধিনায়ক লে: কর্নেল ওমর ফারুক পিএসসি এসময় এই মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন ও চিকিৎসা নিতে স্থানীয় গরীব, দুঃস্থ সাবেক মেম্বার ও পাড়া কার্বারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। বিশেষ করে সৃজন পরিবর্তনের কারণে যে সব রোগের প্রাদুর্ভাব বাড়ে তার চিকিৎসা দেওয়ার জন্য এই মেডিকেল ক্যাম্পের আয়োজন।

পার্বত্যঞ্চলে পাহাড়ি– বাঙালী মিলেমিশে বসবাস করে আসছেন। আমরা আশা করছি এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। তিনি আরোও বলেন জোনের পক্ষ হতে এ ধরণের বিশেষ মানবিক সহায়তার কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় ক্যাপ্টেন এম এ মোমেন সিহাব উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post