• December 18, 2024

বিজয় দিবস উদযাপন উপলক্ষে মহালছড়ি জোনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

 বিজয় দিবস উদযাপন উপলক্ষে মহালছড়ি জোনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মহালছড়ি সেনা জোন কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে একটি “প্রীতি ফুটবল ম্যাচ” এর আয়োজন করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন মহালছড়ি জোনের জোন অধিনায়ক  লে: কর্নেল শাহ্‌রিয়ার সাফকাত ভূঁইয়া, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক, ৬ এপিবিএন।
এছাড়াও, মহালছড়ি জোনের সকল অফিসার ও এপিবিএন অফিসারবৃন্দ, সাংবাদিকগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য স্থানীয়  ব্যক্তিবর্গসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে এই প্রীতি ম্যাচটি উপভোগ করেন। ম্যাচ শেষে  জোন অধিনায়ক উভয় দলকে আর্থিক পুরস্কার প্রদান করেন।
এই আয়োজনটির উদ্দেশ্য ছিলো বিজয় দিবসের গুরুত্ব ও মহান স্বাধীনতার চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া। পাশাপাশি এ ধরনের আয়োজন পার্বত্য চট্টগ্রামের সকল  জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনে সহায়ক হবে এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply