লক্ষীছড়িতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

 লক্ষীছড়িতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাঁওতাল পাড়া নামক এলাকায় এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকদলের সভাপতি পারদর্শী বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নিলপদ চাকমা, সহ-সভাপতি ড. মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনিসুর রহমানের সঞ্চালনায় ইউনিয়ন কৃষকদলের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মকবুল আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক উত্তম মারমা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামশুল ইসলাম, সহ-সভাপতি দেলোয়ার হোসেন ফরাজি, মহিলা দলের আহবায়ক আলেয়া বেগম, কৃষকদলের সাবেক সভাপতি কামাল হোসেন ফারুক, উপজেলা কৃষক দলের আহবায়ক মো. শাহাজালাল প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং কৃষকদলের ইউনিয়ন ও উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post